৪০তম বিসিএস থেকে নন–ক্যাডার পদে তিন হাজার ৬৫৭ জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল বুধবার সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস এ তথ্য জানান।
পিএসসি জানায়, ৪০তম বিসিএস পরীক্ষা–২০১৮ এর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নয় এমন প্রার্থীদের মধ্য থেকে নন–ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩ অনুযায়ী নবম থেকে ১২তম গ্রেডের পদে এসব প্রার্থীকে নিয়োগরে জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে। পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি কমিশনের ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে। খবর বাংলানিউজের।
সুপারিশকৃত প্রার্থীদের নন–ক্যাডার পদে অনলাইন আবেদনপত্রের ডাউনলোডেড কপি আগামী ৫ অক্টোবরের মধ্যে ই–মেইলে (ফড়পংঁনসরঃ@নঢ়ংপ.মড়া.নফ) পাঠাতে হবে