৪০তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার চট্টগ্রাম ভেন্যুর খেলা শুরু

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৩ এপ্রিল, ২০২২ at ৭:০৮ পূর্বাহ্ণ

৪০তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার চট্টগ্রাম ভেন্যুর খেলা শুরু হয়েছে। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় দিনাজপুর জেলা হারিয়েছে লালমনিরহাট জেলাকে। টসে জিতে দিনাজপুর প্রথমে ব্যাট করতে পাঠায় লালমনিরহাট জেলাকে। নির্ধারিত ৫০ ওভার খেলে লালমনিরহাট ৯ উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করে। দলের হয়ে মোস্তাফিজুর রহমান ৭১ বল খেলে সর্বোচ্চ ৭৪ রান করেন। এছাড়া তামিম আল সাইম ৪২,রাসেদুল ইসলাম ৩৯,মনিরুল ইসলাম ২১,আল আমিন মামুন ১৯,মেহেদি হাসান ১৭ এবং আশিকুর ইসলাম অপ. ১৫ রান করেন। দিনাজপুরের ফাতিন নূর ৩টি, আরিফ রেজা ও সুশান্ত দেবনাথ ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন আফসারুল আফরুজ এবং সেলিম হোসেন। জবাবে দিনাজপুর ৩৮.৪ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২৪৫ রান তুলে নেয়। দলের আরিফ রেজা ৬৬,মামুনুর রশিদ ৫৪ রান করেন। এছাড়া সুশান্ত দেবনাথ অপ. ৩৩,আকবর আলী ৩০,শাহনাওয়াজ শাওন ১৭ এবং ফাতিন নূর ১০ রান করেন। অতিরিক্ত রান হয় ২৭।
লালমনিরহাটের আশিকুর ইসলাম ও রিফাত হোসেন ২টি করে উইকেট নেন। ১টি উইকেট পান নিয়ন ইসলাম। সকালে খেলা শুরুর আগে ৪০তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা চট্টগ্রাম ভেন্যুর খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক এ.কে.এম. আবদুল হান্নান আকবর।

পূর্ববর্তী নিবন্ধসরকারি বহুতলা কলোনীতে ক্রিকেট প্রশিক্ষণ উদ্বোধন
পরবর্তী নিবন্ধআইপিএলে প্রথম ম্যাচেই দুর্দান্ত মোস্তাফিজ