৪০টি অক্সিজেন জেনারেটর, চীনা টিকা কেনার প্রস্তাবে সায়

| বৃহস্পতিবার , ২০ মে, ২০২১ at ৬:০২ পূর্বাহ্ণ

করোনাভাইরাস মহামারীর মধ্যে জরুরি বিবেচনায় ৪০টি অক্সিজেন জেনারেটর এবং চীন থেকে সিনোফার্মের উৎপাদিত করোনাভাইরাসের টিকা কেনার প্রস্তাবে সায় দিয়েছে সরকার। গতকাল বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার জানান। অক্সিজেন জেনারেটর এবং চীনা টিকা- দুটোই কেনা হবে সরাসরি ক্রয় পদ্ধতিতে। সরকারের কেন্দ্রীয় ঔষধাগার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাব দুটি মন্ত্রিসভা কমিটির বৈঠকে তোলে। সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তর ইতোমধ্যে সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধব্যাংক-ডাকঘরে মিলবে না বাংলাদেশ সঞ্চয়পত্র
পরবর্তী নিবন্ধমুম্বাই উপকূলে বার্জডুবি ২২ মৃতদেহ উদ্ধার নিখোঁজ ৫১