৪শ বছরের পুরনো মেলা লাখো পুণ্যার্থীর সমাগম

চন্দনাইশের শুক্লাম্বর দিঘির মেলা

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ at ৭:৫৩ পূর্বাহ্ণ

চন্দনাইশের ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘির মেলা গতকাল বুধবার পূজা অর্চনার মধ্য দিয়ে শেষ হয়েছে। বরমা ইউনিয়নের বাইনজুড়ি এলাকার শুক্লাম্বর দিঘির পাড়ে প্রায় ৪শ বছর ধরে হচ্ছে এ মেলা। সনাতন ধর্মাবলম্বীদের এ মেলায় দেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী ভারত, ভুটান, নেপাল, শ্রীলংকাসহ বিভিন্ন দেশ থেকেও আসেন পুণ্যার্থীরা। এ মেলায় আগতদের ধারণা, এখানে এসে মানত করলে তা পূরণ হয়।

গতকাল ভোর থেকে শুক্লাম্বর দিঘির পাড়ে আসতে শুরু করেন হাজার হাজার পুণ্যার্থী। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে পুণ্যার্থীর সংখ্যাও। মেলা চলাকালে দেখা যায়, শুক্লাম্বর দিঘির চর্তুদিকে পুণ্যার্থীর ঢল। এদের মধ্যে অনেকেই শীত উপেক্ষা করে দিঘির জলে স্নান করছেন। এটিকে তারা পুণ্যস্নান বলেন। মনোবাসনা পূরণের জন্য অনেকে বিশাল দিঘির জলে দুধ ঢেলে দিচ্ছেন। দিঘির পাড়ে শতবর্ষী অশ্বত্থগাছের ডালে রঙিন সুতো বাঁধছেন। কেউ কেউ কবুতর উড়িয়ে দিচ্ছেন। আবার অনেকেই দিঘির পাড়ে বসে শিশুদের মাথা ন্যাড়া করছেন। এদিন অনেক পুণ্যার্থীকে পাঠা বলি দিতেও দেখা যায়।

সারা দিন হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী নারীপুরুষ, শিশুকিশোররা তাদের মনোবাসনা পূরণের জন্য মেলায় এসেছেন।

মুক্তা সেন এসেছেন সীতাকুণ্ড থেকে। তার ছেলেমেয়েরা যাতে পড়ালেখায় ভালো করে সে আর্জি জানিয়েছেন দেবতার কাছে। প্রায় সময় তিনি পরিবারসহ এ মেলায় আসেন এবং দিঘির জ্বলে স্নান করেন। পরে অশ্বত্থগাছের ডালে রঙিন সুতো বেঁধে দেন।

পূর্ণিমা নামে ১৭ বছরের এক কিশোরী চট্টেশ্বরী থেকে এসেছে দেবতাকে তার মনোবাসনার কথা বলার জন্য।

মেলা পরিষদের সহসভাপতি অরূপ রতন চক্রবর্ত্তী জানান, আনুমানিক ৪শ বছর ধরে সনাতনী সম্প্রদায়ের মহামিলন ক্ষেত্র হিসেবে প্রতি বছর শীত উপেক্ষা করে এখানে হয় পুণ্যস্নান ও পূজা এবং শুক্লাম্বর দিঘির মেলা বসে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকায় শান্তিপূর্ণভাবে মেলা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

মেলা পরিচালনা কমিটির সভাপতি হারাধন দেব, সাধারণ সম্পাদক নৃপেন্দু দত্ত, পরিমল মহাজন, বিপ্লব চৌধুরী, আশিষ দেব, রাম প্রসাদ ভট্টাচার্য্য, রুবেল দেব, কিরণ তালুকদার, ডা. কাজল বৈদ্য, ভবসংকর ধর, সমীর পাইত, প্রদীব দেব, মিলন দেব, টিংকু ধর, অশোক দত্ত প্রমুখ নানা কার্যক্রম পরিচালনা করেন।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধমহেশখালীতে ছাত্রলীগের পাঁচ নেতা গ্রেপ্তার