নগরীর অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত ৪শ প্যাকেট উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে কাজেম আলী স্কুল এন্ড কলেজ মাঠে এসব উপহার সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ স ম জামশেদ খোন্দকার। প্রতি প্যাকেট উপহার সামগ্রীর মধ্যে ছিল ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ২ কেজি আলু, ১ কেজি চিনি ও ১টিঁ সাবান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম, জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা নাজমা বিনতে আমিন, আশরাফুল হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, জেলা ত্রাণ কর্মকর্তা সজীব চক্রবর্তী ও কাজেম আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. শহীদুল্লাহ। ত্রাণ বিতরণে সহযোগিতা করে স্বেচ্ছাসেবক টিম সিপিপি, বেটার ফিউচার বাংলাদেশ, পূর্বাশার আলো, রেড ক্রিসেন্ট, তৃণমূল নাট্যদল, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ও নির্বাণ ক্লাব।
অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, লকডাউনে কর্মহীন মানুষের পাশাপাশি অস্বচ্ছল প্রতিবন্ধীরাও সরকারি ত্রাণ পাওয়া থেকে বঞ্চিত হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, প্রত্যেককে ত্রাণের আওতায় আনতে হবে। নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের মধ্যে যারা আমাদের কাছে টেলিফোন ও এসএমএস করছেন তাদের বাসা-বাড়িতে গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।