৪শ কোটি টাকা অনুমোদনের অপেক্ষা একনেকে

কক্সবাজার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের জন্য ওয়াকিটকি সার্ভিস উদ্বোধন

কক্সাজার প্রতিনিধি | শনিবার , ১৫ জানুয়ারি, ২০২২ at ১১:২৪ পূর্বাহ্ণ

কক্সবাজার পৌরসভার নাগরিক সেবা বাড়াতে ওয়াকিটকি সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় ভার্চুয়াল মিটিংয়ে ওয়াকিটকি সার্ভিসের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হেলালুদ্দীন আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন নগরী হিসাবে গড়ে তুলতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারকে পর্যটন হ্যাব হিসেবে ঘোষণা করেছেন। ইতোমধ্যে কক্সবাজারের মাতারবাড়িতে ৪টি মেগা প্রকল্প বাস্তবায়নাধীন।
এছাড়াও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, আনোয়ারা হয়ে কক্সবাজার মেরিন ড্রাইভের অংশে এলজিইডির মাধ্যমে বাঁকখালী নদীতে ব্রিজ নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। তিনি আরো জানান, তিনটি সিটি কর্পোরেশনের সাথে কক্সবাজার পৌরসভার উন্নয়নে জাইকার ৪শ কোটি টাকা একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার পৌরসভার সেবার মান বাড়াতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য ওয়াকিটকি সার্ভিস চালু করা হয়েছে।
পৌরসভার মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে আরো বক্তব্য দেন, কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, এমজিএসপি প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ মোজাক্কা জাহের। অনুষ্ঠান সঞ্চালনা করেন, কক্সবাজার পৌরসভার নির্বাহী কর্মকর্তা এ.কে.এম তারিকুল আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, প্যানেল মেয়র-৩ শাহেনা আক্তার পাখি, কাউন্সিলর যথাক্রমে রাজবিহারী দাশ, এসআইএম আক্তার কামাল, মিজানুর রহমান, ওমর ছিদ্দিক লালু, আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, নুর মোহাম্মদ মাঝু, এম.এ মঞ্জুর, জাহেদা আক্তার, নাছিমা আক্তার বকুল ও নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনারী শ্রমিক ট্রেড ইউনিয়ন জেলা কমিটির সম্মেলন
পরবর্তী নিবন্ধবিদায় নিচ্ছেন আর্ল মিলার, যোগ দেবেন পিটার হাস