৪র্থ জাতীয় জুজুৎসু প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা দলের সাফল্য

| বুধবার , ১৫ ডিসেম্বর, ২০২১ at ৯:১৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশনের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০০তম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত ২ দিন ব্যাপী ৪র্থ জাতীয় জুজুৎসু প্রতিযোগিতা গত ১০-১১ ডিসেম্বর ঢাকাস্থ বাংলাদেশ হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা দল অংশগ্রহণ করে। এতে সৈয়দুল আলম ও আলমগীর ১টি করে মোট ২টি রৌপ্য পদক এবং ইশা ধর, মো. তারেক জিয়া, সাইদুল উদ্দীন রিজভী, বড়ুয়া শতদ্রু সম কল্প, ইয়াশা আলম, বেশারত উল্লাহ, মাইনুর রশীদ সোহাগ, মো. সাইফুল ইসলাম, মো. তারেক জিয়া, আফরিন সুলতানা, সাঈদা মোমিন, সুমন বড়ুয়া ১টি করে মোট ১২টি তাম্র পদক অর্জন করে। চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার হিসেবে কনক প্রিয় বড়ুয়া এবং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ ইসহাক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে আবাহনী
পরবর্তী নিবন্ধওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটারকে হাসপাতালে ভর্তি