বাঁশখালীতে উৎপাদিত রঙিন ৪টি ফুলকপি ৫ হাজার টাকায় নিলেন এমপি মুজিবুর রহমান।
তিনি আজ শনিবার দুপুরে বাঁশখালী উপজেলা পরিষদ হলরুমে উপজেলার কৃষক ও স্কিম ম্যানেজারদের সাথে মতবিনিময়কালে বৈলছড়ি এলাকার বদি আলম নামে কৃষকের উৎপাদিত রঙিন ৪টি ফুলকপি এমপিকে উপহার হিসাবে দিতে চাইলে তিনি সে রঙিন ৪টি ফুলকপি ৫ হাজার টাকায় কিনে নেন।
একই সময়ে অপর উদ্যোক্তা কালীপুর এলাকার মাসরুল চাষী আবদুল্লাহ আল নোমান তার উৎপাদিত মাসরুম উপহার হিসাবে দিতে চাইলে এমপি মুজিবুর রহমান তাকেও ৫ হাজার টাকা উপহার দিয়ে তার মাসরুম নিয়ে তাদের প্রতি কৃষিকাজে এগিয়ে যাওয়ার আহবান জানান।