৩ হাজার মিটার কারেন্ট জালসহ বেহুন্দী ও চরঘেরা জাল জব্দ

বোয়ালখালীর কর্ণফুলী নদীতে অভিযান

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১৩ এপ্রিল, ২০২৫ at ১১:০৬ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর গতকাল শনিবার কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করেছেন। আসন্ন প্রজনন মৌসুমে কর্ণফুলী নদীসহ বিভিন্ন নদী থেকে মা মাছ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে ডিম ছাড়তে আসে। এক শ্রেনী লোভী মাছ শিকারী প্রজনন মৌসুমে কর্ণফুলীসহ শাখা খাল ও নদী থেকে আসার পথে মাছ অবৈধ ভাবে শিকার করে। হালদা নদীতে আসার সময় যাতে মাছ শিকার করতে না পারে এজন্য বোয়ালখালী প্রশাসন অভিযান পরিচালনা করেন। এসময় ৩ হাজার মিটার কারেন্ট জাল ২ টি বেহুন্দী ও ২ টি চরঘেরা জাল জব্দ করে। পরে জব্দকৃত জাল আগুন পুড়ে ধ্বংস করা হয়। অভিযান সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, গতকাল শনিবার বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার নেতৃত্বে উপজেলা মৎস্য দপ্তর বোয়ালখালী, রাঙ্গুনিয়া ও বোয়ালখালী উপজেলা মধ্য দিয়ে প্রবাহিত কর্ণফুলী নদীতে এক শ্রেনী লোভী মাছ শিকারী নদীতে অবৈধ ভাবে জাল দিয়ে মাছ শিকার করছে। প্রশাসন গোপন সূত্রে এই সংবাদ অবহিত হয়ে কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করেন। কর্ণফুলী নদী, আশে পাশের শাখা খাল থেকে আসন্ন প্রজনন মৌসুমে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে মা মাছ ডিম ছাড়তে অবাদে আসতে পারে, মৎস্য প্রজনন কেন্দ্রে হালদায় অবাদে নিরাপদ বিচরন করে ডিম ছাড়তে পারে এজন্য হালদা, কর্ণফুলী নদীসহ আশে পাশের হালদার শাখা খালে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে ও অভিযান পরিচালনাকারী প্রশাসন গনমাধ্যমকে জানান।

পূর্ববর্তী নিবন্ধ‘সমীকরণের’ পর দ্বিতীয় মৌলিক গান ‘প্রহর’ নিয়ে এলো স্ল্যাভ
পরবর্তী নিবন্ধক্যান্সার রোগীদের জন্য ডরমিটরি নির্মাণ করে দেয়ার আশ্বাস