৩ হাজার মানুষ পেল মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের ইফতার

| বৃহস্পতিবার , ২২ এপ্রিল, ২০২১ at ১১:১৭ পূর্বাহ্ণ

চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের ব্যবস্থাপনায় গতকাল বুধবার প্রায় ৩ হাজার গরীব ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। নগরীর নন্দনকানন, ডিসি হিল, আগ্রাবাদ, বাদামতলী মোড়, মুরাদপুর ও হালিশহর এলাকায় এসব ইফতার বিতরণ করা হয়। ৭নং পশ্চিম ষোলশহর আওয়ামী লীগের সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, নগর ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী, কুতুবউদ্দিন চৌধুরী, নাছির উদ্দীন ফাহিম, মোহাম্মদ তসলিম, নুরুল আজিম রনি, মোহাম্মদ জাহেদ, হোসাইন আহম্মেদ রুবেল, খোরশেদ আলম, শরিফুল ইসলাম, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদুল করিম, সহসভাপতি মুনিরুল ইসলাম, কমার্স কলেজ ছাত্রলীগ নেতা সাঈদ হাসান তুষার, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার পলাশ, মায়মুন উদ্দীন মামুন, রুবেল শিকদার, দেলোয়ার হোসেন, রুবেল, রুপম সরকার, জুবাইদুল আলম আশিক এ সময় উপস্থিত ছিলেন।
ইফতার বিতরণ কার্যক্রমে আরো অংশ নেন শুভ দত্ত, মোহাম্মদ রুবেল, আবদুল্লাহ আল সাইমুন, জাহিদ হাসান সাইমুন, এম ইউ সোহেল, অর্নব দেব, ওয়াহিদুর রহমান সুজন, সাফায়েত হোসেন রাজু, আব্দুল মালেক রুমি, জামসেদ উদ্দীন, মোহাম্মদ নাজিম, মোস্তফা তারেক, ইয়াছির আরাফাত রিকু, রতন উদ্দীন, রাকিব উদ্দীন, মোহাম্মদ তামিম, গোবিন্দ দত্ত, নুর উদ্দিন ফয়সাল, ফারহান উদ্দিন খান, নুর আলম, আবু তোরাব, তৌহিদুল করিম ইমন, মোহাম্মদ আকবর খান, বিশাল হাজারী, তবারক হোসেন মিনার প্রমুখ।
হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, যে কোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন মহিউদ্দিন চৌধুরী। তার আর্দশ ধারণ করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নেতৃত্বে চট্টগ্রামের খেঁটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলাশ ও রোগী পরিবহনে নিষ্ঠা ফাউন্ডেশন পেল স্ট্রেচার
পরবর্তী নিবন্ধবিজয়কেতনের খাদ্য সামগ্রী বিতরণ