নগরীতে তিন হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সোমবার পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অধিদপ্তরের মেট্রো অঞ্চলের উপপরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজার এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয় আসাদ উল্লাহকে (২০)। তিনি টেকনাফের লেদা পুরান শরণার্থী ক্যাম্পের মৃত মো. আলমের ছেলে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদক আইনে মামলা হয়েছে। অপরদিকে ডবলমুরিং এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ আটক হন রিদোয়ান (২২)। তিনি কঙবাজার সদরের জুমছড়ি শানখোলা গ্রামের এরশাদ উল্লাহর ছেলে। তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা হয়েছে।