চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) এক উপ–সহাকারী প্রকৌশলীর বিরুদ্ধে জাল সনদে চাকরি নেওয়ার অভিযোগ তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। গতকাল মঙ্গলবার চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের স্বাক্ষরে গঠিত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।
তদন্ত কমিটির অফিস আদেশ সূত্রে জানা গেছে, চসিকের বিদ্যুৎ উপ–শাখার উপ–সহকারী প্রকৌশলী আমীর আব্দুল্লাহ খান ডিপ্লোমা পাশ না করে জাল জালিয়াতি মাধ্যমে অবৈধ নিয়োগ পান বলে আব্দুর রহিম ও আব্দুল আউয়াল নামে দুই ব্যক্তি অভিযোগ করেন। এই অভিযোগ তদন্তে গত সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্দেশ দেয় চসিককে। এর প্রেক্ষিতে গতকাল তদন্ত কমিটি গঠন করে চসিক। আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদকে আহ্বায়ক, শিক্ষা কর্মকর্তা মোছাম্মদ রাশেদা আক্তারকে সদস্য সচিব এবং আঞ্চলিক কর্মকর্তা–১ মো. রেজাউল করিমকে সদস্য করা হয়েছে কমিটিতে।