নগরীর ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের প্রায় লক্ষাধিক মানুষ গত ৩ মাস ধরে ওয়াসার পানি পাচ্ছে না। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। গতকাল বুধবার ট্রাকে করে মিছিল নিয়ে ওয়াসা ভবনে অভিযোগ জানাতে আসেন এলাকার লোকজন। বেলা সাড়ে ১২টায় ওয়াসার এমডিকে না পেয়ে প্রধান প্রকৌশলী মো. মাকসুদ আলমের রুমে গিয়ে এলাকাবাসী অভিযোগ করেন। এক পর্যায়ে প্রধান প্রকৌশলীর সামনে এলাকাবাসী বিক্ষোভ করেন। এসময় প্রধান প্রকৌশলী প্রায় ঘণ্টা খানেক এলাকাবাসীর অভিযোগ শুনেন এবং পানির সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেন। ওয়াসার প্রধান প্রকৌশলী সমস্যা সমাধানে অতি দ্রুত ব্যবস্থা নিবে বলে এলাকাবাসীকে অশ্বস্ত করেন ।
ওয়াসা কার্যালয়ে আসা দক্ষিণ কাট্টলীর শিক্ষক মোহাম্মদ সালমান বলেন, আমরা প্রতি মাসে বিল দিচ্ছি অথচ গত তিনমাস ধরে আমরা এক ফোটা পানি পাচ্ছি না। এই রমজানে আমরা অজু পর্যন্ত করতে পারছি না। ব্যবসায়ী মোহাম্মদ ওয়াজেদ বলেন, এমনিতে আমাদের এলাকায় সারা বছর পানির সংকট। তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু রমজানে এক নাগাড়ে তিন মাস পানি না পাওয়াটা ওয়াসার সীমাহীন উদাসীনতা এবং দায়িত্বহীনতা ছাড়া আর কিছু নয়।
মোহাম্মদ কিবরিয়া নামের এক শিক্ষার্থীও আসনে পানি না পাওয়ার অভিযোগ জানাতে। তিনি বলেন, আমাদের এলাকার মড–এর দায়িত্বে থাকা প্রকৌশলীকে অভিযোগ জানানোর পরও তিনি তা শুনেন না। তিনি যে দিকে ইচ্ছে সেদিকে পানি দেন। ওয়াসার প্রধান প্রকৌলশী আমাদের কথা শুনেছেন–বৃহস্পতিবারের মধ্যে পানির সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন। আমরা দেখি, যদি বৃহস্পতিবারের মধ্যে পানির সংকট নিরসর না হয়–তাহলে আমরা আমরা আবার আসবো।
ওয়াসার প্রধান প্রকৌশলীর কথায় আশ্বস্ত হতে না পেরে ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের সোনালী সিটি আবাসিক এলাকা, জেলে পাড়া, ধোপা পাড়া, ব্যাংক কলোনি, বনিক পাড়ার লোকজন ওয়াসা ভবন থেকে ট্রাকে করে সিটি কর্পোরেশনে গিয়ে মেয়র ডা. শাহাদাত হোসেনের কাছে গিয়ে অভিযোগ জানান। এসময় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন এলাকাবাসীর দীর্ঘদিনের পানি না পাওয়ার অভিযোগ শুনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ওয়াসার কাছে লিখিত সুপারিশের করার আশ্বাস দেন। এরপর লোকজন আশ্বস্ত হন।
রমজান শুরুর আগে থেকেই নগর জুড়ে পানির সংকট দেখা দিয়েছে। বিশেষ করে শুষ্ক মৌসুম শুরুর পর থেকে জোয়ারের সময় হালদা এবং কর্ণফুলীর পানিতে লবণাক্ততার পরিমান বেড়ে যাওয়ার কারণে চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদন প্রায় ৭ থেকে ৮ কোটি লিটার কমে গেছে। যার কারণে নগরীর দক্ষিণ কাট্টলী সহ অনেক এলাকায় নিয়মিত পানি সরবরাহ হচ্ছে না। এর মধ্যে বিভিন্ন এলাকার মানুষ ওয়াসা কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেছেন পানির জন্য। গত সপ্তাহে মোগলটুলী–পাঠনটুলী এলাকার লোকজন ওয়াসা কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেছেন পানির জন্য।