৩ মাসের বেতন বাকি শ্রমিকদের সড়ক অবরোধ

ইপিজেড ও রুবি গেট এলাকা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৯ মে, ২০২৫ at ১০:০২ পূর্বাহ্ণ

বকেয়া বেতনের দাবিতে নগরীর ইপিজেড ও রুবি গেট এলাকায় সড়ক অবরোধ করেছেন দুটি পোশাক কারখানার শ্রমিকরা। তিন মাসের বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম ইপিজেডের প্রধান ফটক আটকে আন্দোলন করেছেন থি আনিছ অ্যাপারেলস নামের একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে আন্দোলন শুরু করেন তারা। এদিকে একই দাবিতে নগরের রুবি গেট এলাকায় সড়ক অবরোধ করেন রহিমা গার্মেন্টস নামের একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা। এতে অফিসগামী লোকজন ও এসএসসি পরীক্ষার্থীরা আটকা পড়ে। এসময় দুই নম্বর গেট থেকে শুরু করে নগরের বায়েজিদ বোস্তামী পর্যন্ত যানজট তৈরি হয়।

ইপিজেডের থি আনিছ অ্যাপারেলস শ্রমিকদের অভিযোগ গত তিন মাস ধরে তাদের বেতন আটকে আছে। আন্দোলনরত শ্রমিকরা জানান, বিদেশে রপ্তানিযোগ্য এই পোশাক তৈরি কারখানায় প্রায় ৭শ’ শ্রমিক কর্মরত। গত রমজানের ঈদে বোনাস পরিশোধ করলেও বেতন দিতে পারেনি মালিকপক্ষ। এক শ্রমিক জানান, তিন মাসের বেতনভাতা বাকি। নিয়মিত বেতন না পাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। আমাদের দাবি, দ্রুত বকেয়া বেতন ভাতা পরিশোধ করা হোক।

ইপিজেড থানা পুলিশ জানায়, বেতনভাতা বকেয়া থাকায় ইপিজেডের প্রধান ফটক আটকে দিয়েছেন শ্রমিকরা। শ্রমিক নেতাদের সঙ্গে মালিকপক্ষের আলোচনা চলছে। আলোচনা শেষে হয়তো সমাধান আসবে। পুলিশের সঙ্গে আলোচনায় মালিকপক্ষ জানায়, গত মার্চ মাসের বেতন দুইএকদিনের মধ্যে দিয়ে দেবে এবং এপ্রিল মাসের বেতন চলতি মাসের ২৫ তারিখ দেবে। এই আশ্বাস মানতে নারাজ শ্রমিক পক্ষ।

এদিকে নগরের রুবি গেট এলাকায় সড়ক অবরোধ করেন রহিমা গার্মেন্টসের শ্রমিকরা। খুলশী থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক জানান, তিন মাস বেতন বকেয়া থাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলেন। পুলিশ ও মালিকপক্ষের আশ্বাসে প্রায় ১০ মিনিট পর অবরোধ তুলে নেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধকর অব্যাহতির ক্ষমতা এনবিআরের থাকছে না
পরবর্তী নিবন্ধজামায়াত নেতা এটিএম আজহারের আপিলের রায় ২৭ মে