৩ বছরে অন্তত ১২ লাখ নতুন অভিবাসী নেবে কানাডা

| রবিবার , ১ নভেম্বর, ২০২০ at ১০:৩৩ পূর্বাহ্ণ

আগামী তিন বছরের মধ্যে নতুন ১২ লাখের বেশি অভিবাসীকে নিজ দেশে নেওয়ার পরিকল্পনা করছে কানাডা। শুক্রবার দেশটির কেন্দ্রীয় অভিবাসন মন্ত্রী মার্কো মেন্দিসিনো জানিয়েছেন, করোনাভাইরাসের মহামারিতে ক্ষতিগ্রস্ত শ্রম বাজারের ঘাটতি পূরণ এবং অর্থনীতিতে গতি আনতে এই পরিকল্পনা করা হচ্ছে। রাজধানী অটোয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কো মেন্দিসিনো বলেন, সরকারের লক্ষ্য হলো ২০২১ সালে চার লাখ এক হাজার নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণ, ২০২২ সালে আরও চার লাখ ১১ হাজার এবং ২০২৩ সালে আরও চার লাখ ২১ হাজার অভিবাসীকে গ্রহণ করা।
দীর্ঘ দিন থেকেই কানাডার অভিবাসন সিস্টেমকে মডেল হিসেবে দেখা হয়ে থাকে। ঐতিহাসিকভাবেই দেশটি দক্ষ কর্মীদের পাশাপাশি শরণার্থী এবং ইতোমধ্যে সেদেশে থাকা মানুষদের পরিবারের আগ্রহী সদস্যদের গ্রহণ করে থাকে।

পূর্ববর্তী নিবন্ধভূমিকম্প : তুরস্ক ও গ্রিসে মৃতের সংখ্যা বেড়ে ২৭
পরবর্তী নিবন্ধমত প্রকাশেরও একটা সীমা আছে : ট্রুডো