ভারী বর্ষণের ফলে সড়কে পাহাড় ধসে রাঙামাটির বাঘাইছড়ির সঙ্গে খাগড়াছড়িসহ সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ থাকার ৩ ঘন্টা পর সচল হয়েছে। গতকাল রোববার সকাল ৯টার দিকে পাহাড় ধসে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়রা জানান, শনিবার রাত থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকায় বাঘাইছড়ি–দীঘিনালা সড়কের ৯ মাইল, ১০ মাইল ও ১৪ মাইল এলাকায় পাহাড়ের মাটি ধসে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মাটি সরানোর পর সচল হয়েছে যান চলাচল। খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, ভারী বর্ষণে সড়কের বেশকিছু জায়গায় পাহাড়ের মাটি ধসে পড়েছে। চলতি মৌসুমে কয়েকবার এমন ঘটনা ঘটেছে। সড়ক বিভাগের লোকজন মাটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তার বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আমরা বাঘাইহাটের সঙ্গে দীঘিনালার সড়ক যোগাযোগ বন্ধের খবর পাই। দুপুর আনুমানিক ১২টার দিকে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সড়কে পানির ঢল থাকার কারণে সড়ক সচল করতে কিছুটা সময়ে লেগেছে।