৩ কোটি টাকার আফিমসহ র‌্যাবের জালে পাচারকারী

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ অক্টোবর, ২০২৩ at ২:৩২ অপরাহ্ণ

বান্দরবানের রুমা স্টেশনের হাফেজঘোনা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ২০০ গ্রাম আফিম উদ্ধার করেছে র‍্যাব-১৫। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ২ লক্ষ টাকা। এসময় মাদক কারবারি চিংহ্লামং মারমা (৬০) কে আটক করা হয়।

মঙ্গলবার (১৭ অক্টোবর) কক্সবাজারে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

তিনি জানান, সোমবার (১৬ অক্টোবর) বান্দরবানের বারমাইল এলাকা থেকে বাসযোগে বান্দরবান শহরের দিকে আফিমের বড় চালান আসছে এমন খবরে র‍্যাবের আভিযানিক দল সদর ইউনিয়নের রুমা স্টেশন সংলগ্ন হাফেজ ঘোনা এলাকায় রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে। এসময় থানচি থেকে বান্দরবানগামী সুগন্ধা পরিবহনের যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে পলিব্যাগ তল্লাশি করে ৩ কেজি ২০০ গ্রাম আফিমসহ চিংহ্লামং মারমাকে গ্রেফতার করে র‌্যাব।

তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলে দূর্গম পাহাড়ে আফিমের একটি বড় সিন্ডিকেট গড়ে তুলেছে মাদক কারবারীরা। সিন্ডিকেটটি কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রামে এজেন্ট রয়েছে। তারা আফিমগুলো ছড়িয়ে দিতো ঢাকাসহ সারাদেশে। সিন্ডিকেটের মূলহোতাদের ধরার প্রক্রিয়া চলছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধএক মাসের মধ্যেই সঙ্গী পেল চিড়িয়াখানার পুরুষ জলহস্তী
পরবর্তী নিবন্ধএক দিনেই পাওয়া যাবে ভারতের মেডিকেল ভিসা