৩ কোটির মাইলফলক

| সোমবার , ১১ এপ্রিল, ২০২২ at ৭:২৪ পূর্বাহ্ণ

আরও একটি মাইলফলক ছুঁয়েছে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত টেলিফিল্ম ‘বুকের বা পাশে’। ৩ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করলো এই টেলিছবিটি। এমন সাফল্যে নাটকের পুরো টিমই বেশ উচ্ছ্বসিত। আরিয়ান পরিচালিত এই টেলিছবিতে জুটি বেঁধে অভিনয় করেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। এর আগে বাংলা নাটকের ইতিহাসে প্রথম ৩ কোটির মাইলফলক ছুঁয়েছে ‘বড় ছেলে’ নাটক। সেই ধারাবাহিকতায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘বুকের বা পাশে’। প্রসঙ্গত, ২০১৮ সালের মাঝামাঝি সময়ে ‘বুকের বা পাশে’ নাটকটি ইউটিউবে অবমুক্ত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহানিফ সংকেতের সুরে গাইলেন নন্দিত শিল্পীরা
পরবর্তী নিবন্ধযেখানেই যান, অঘটন ঘটান অপূর্ব!