৩ ইসরায়েলি জিম্মির বিনিময়ে কারামুক্ত ৩৬৯ ফিলিস্তিনি

| রবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৫৩ পূর্বাহ্ণ

গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আরও তিনজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। শনিবার আন্তর্জাতিক সংস্থা রেডক্রসের মাধ্যমে তাদেরকে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়। খবর বিডিনিউজের।

এর বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ৩৬৯ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া শুরু হয়েছে। এর মধ্যে অনেকে পশ্চিম তীরে গেছে। আর বেশিরভাগই গাজায় যাচ্ছে। ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাস এরই মধ্যে গাজায় পৌঁছেছে। তাদেরকে স্বাগত জানাতে গাজার খান ইউনিসে জড়ো হয়েছেন স্বজনরা। বাসের জানালা দিয়ে ঝুঁকে তাদের দিকে হাত নাড়ছেন মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা। ছয় মাস আগে ইসরায়েলের হাতে আটক বাবাকে ফিরিয়ে নিতে আসা এক নারী বলেন, তিনি আমার প্রিয়জন। আমার সমস্ত দুনিয়া।

আমি ছোট থাকতেই আমার মা মারা যান। এরপর তার (বাবা) কাছেই বড় হয়েছি। আর ইসরায়েলিরা তাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে। আজ আমি খুবই আনন্দ বোধ করছি। জীবনের সবচেয়ে বড় আনন্দ।

প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩৩ ফিলিস্তিনি বন্দি ফেরত এসেছে বলে জানিয়েছেন বিবিসি’র এক সাংবাদিক। ওদিকে, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরেও দেখা গেছে মুক্ত ফিলিস্তিনিদের নিয়ে রামাল্লায় পৌঁছেছে বাস। তাদের স্বাগত জানাতে জড়ো হয়েছে মানুষ। তাদের কারো কারো হাতে ফিলিস্তিনের পতাকা। ফিরে আসা এক ফিলিস্তিনি বলেন, আমরা কখনও মুক্ত হতে পারব বলে আশা করিনি। আল্লাহ মহান। তিনি আমাদেরকে মুক্ত করেছেন। পশ্চিম তীরে এক ইসরায়েলি সেনাকে হত্যা করার কারণে এই ফিলিস্তিনি দুই মেয়াদে যাবজ্জীবন সাজা ভোগ করছিলেন। তিনি ফিলিস্তিনের আলআকসা মার্টার্স ব্রিগেডের সাবেক কমান্ডার। মুক্তি পাওয়া আরেক ফিলিস্তিনি বলেন, এখন আমরা একটু শ্বাস নিতে পারছি।

এই ফিলিস্তিনিদের মুক্তির আগে হামাস আমেরিকানইসরায়েলি ইয়াইর হর্ন এবং রাশিয়ানইসরায়েলি সাগুই দেকেলশেন ও সাশা ক্রফানভ নামের তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। এর কিছুক্ষণ পরই ইসরায়েলের কারাগার থেকে বন্দি ফিলিস্তিনিদের নিয়ে বাস যায় পশ্চিম তীর ও গাজায়। প্রথম ধাপে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি ভেস্তে যাওয়ার যে শঙ্কা দেখা দিয়েছিল, মিশর ও কাতারের মধ্যস্থতায় হামাস ফের তিন জিম্মিকে মুক্তি দিতে রাজি হওয়ায় তা কেটে যায়। তারপরই হল এ বন্দিবিনিময়।

পূর্ববর্তী নিবন্ধভারতকে এফ-৩৫ দেওয়ার মার্কিন প্রস্তাবে ক্ষুব্ধ পাকিস্তান
পরবর্তী নিবন্ধসিএমপির বিশেষ অভিযানে ২৩ জন গ্রেফতার