দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নির্ধারিত বুথে গতকাল মঙ্গলবার দুপুরে ফরম জমা দেন তিনি।
নিজ জেলা মাগুরা–১ ও মাগুরা–২ আসনের পাশাপাশি ঢাকা–১০ আসনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। ফরম বিক্রির প্রথম দিন গত শনিবার এসব আসনের মনোনয়ন ফরম কেনেন তার এক স্বজন। খবর বিডিনিউজের। মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল। তবে শেষ দিনে ফরম কেনার চেয়ে জমা দিতেই বেশি ভিড় দেখা যয়। আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ হবে। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনের আগেও আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন, মনোনয়ন ফরম তুলবেন সাকিব। তবে শেষ পর্যন্ত তিনি কেনেননি। গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন। ওই নির্বাচনে নড়াইল–২ আসন থেকে মনোনয়ন ফরম তোলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পরে তাকে প্রার্থীও করে আওয়ামী লীগ। মাশরাফি এবারও একই আসন থেকে ভোটের প্রস্তুতি নিচ্ছেন।
এছাড়া নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়তে মনোনয়ন ফরম নিয়েছেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত চিত্রনায়িকা সামসুন্নাহার সিমলা। গতকাল দুপুরে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। খুলনা বিভাগের মনোনয়ন ফরম বিতরণের দায়িত্বে থাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, ঝিনাইদহ–১ আসনে প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছেন সামসুন্নাহার সিমলা।
গত শনিবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। এরপর থেকে এ পর্যন্ত বেশ কয়েকজন তারকা মনোনয়ন ফরম নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান। মাহি মনোনয়ন ফরম নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ–২ আসনের জন্য। আর ঢাকা–১৭ এবং টাঙ্গাইল–১ আসনের জন্য ফরম নিয়েছেন অভিনেতা সিদ্দিক।
কুয়েতে দণ্ডিত সাবেক এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম আওয়ামী লীগের হয়ে ভোটে লড়তে দুই আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম লক্ষ্মীপুর–২ ও কুমিল্লা–২ আসনের জন্য মনোনয়ন ফরম নিয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের ফরম বিতরণের দায়িত্বে থাকা জিয়াউদ্দিন শিপু।
এদিকে বাংলানিউজ জানায়, শরীয়তপুর–১ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। গতকাল দুপুরে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। শরীয়তপুর–২ আসনের নড়িয়া উপজেলায় তার পৈতৃক বাড়ি। তিনি ১৯৮৪ সালের বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে ১৯৮৬ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পুলিশ সুপার হিসেবে তিনি চাঁদপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম ও সিরাজগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেছেন। ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স, রাজশাহী রেঞ্জ এবং চট্টগ্রাম রেঞ্জে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।