৩ অগাস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের সংবিধান ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘বিগত এক বছরে দেশে নানা ষড়যন্ত্র হয়েছে। নতুন সংবিধান প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি, ফ্যাসিস্টের রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেওয়া হয়নি। সংস্কারে বাধা দেওয়া হয়েছে। আমরা কিছুই বলি নাই, কিন্তু আমরা দাবি থেকে সরে দাঁড়ায় নাই। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে ৩ অগাস্ট শহীদ মিনারে আমরা জড়ো হবো এবং সেখান থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা হবে।’ খবর বিডিনিউজের।
গতকাল বুধবার বিকালে নরসিংদীতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার শপথে জুলাই পদযাত্রার সমাবেশে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘অন্তর্বর্তী সরকারে জুলাই বিপ্লবের দুজন ছাত্র প্রতিনিধি রয়েছে। যদিও তারা আমাদের নাগরিক পার্টির কেউ নয়। তারা জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধি; তাদের অপসারণ করতে ষড়যন্ত্র করা হচ্ছে। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিপ্লবের পর আমাদের আবারও মাঠে নামতে হচ্ছে। ভূমিদস্যুতা ও চাঁদাবাজি রয়েছে। আমরা তাদেরকে বিতাড়িত করেই ছাড়ব। গত ৫ মাসে সারাদেশের মানুষ নাগরিক পার্টির প্রতি যে সাড়া দিয়েছেন, আগামী সংসদে আমাদের জয়জয়কার হবে।’