পাওয়ার হিটিংয়ের দুর্দান্ত প্রদর্শনীর সাক্ষী হলেন গ্যাবার ২৫ হাজার দর্শক। ঘরের মাঠে সমর্থকদের উল্লাসে ভাসিয়ে রেকর্ড গড়া জয় পেল ব্রিজবেন হিট। বিগ ব্যাশে রান উৎসবের ম্যাচটিতে পার্থ স্কচার্সের বিপক্ষে ব্রিজবেন হিট জিতেছে ৮ উইকেটে। ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার ২৫৮ রানের লক্ষ্য এক বল বাকি থাকতে ছুঁয়ে ফেলেছে তারা। ম্যাচটি তোলপাড় ফেলে দিয়েছে রেকর্ড বইয়ে। অস্ট্রেলিয়ার এই টি–টোয়েন্টি প্রতিযোগিতায় সর্বোচ্চ রানের লক্ষ্য তাড়ায় জয়ের রেকর্ড এটি, আর বিশ ওভারের ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। ২০২৩ সালের জানুয়ারিতে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ২৩০ রানের লক্ষ্য তাড়ায় অ্যাডিলেইড স্ট্রাইকার্সের জয় ছিল বিগ ব্যাশে আগের রেকর্ড। ২০২৩ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫৯ রানের লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকার জয় টি–টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ও ২০২৪ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২৬২ রানের লক্ষ্য তাড়ায় পাঞ্জাব কিংসের জয় সর্বোচ্চ। ব্রিজবেন হিট ও পার্থ স্কচার্সের মধ্যকার টি–টোয়েন্টি ম্যাচে ৫১৫ সর্বোচ্চ রান এটিই।
রান তাড়ায় ব্রিজবেন হিটের হয়ে সেঞ্চুরি করেছেন যাক জ্যাক ওয়াইল্ডারমাথ ও ম্যাট রেনশ। তিন নম্বরে নেমে ৫ চার ও ৯ ছক্কায় রেনশ করেছেন ৫১ বলে ১০২। ৫ চার ও ৯ ছক্কায় ৫৪ বলে অপরাজিত ১১০ রানের ইনিংস খেলেছেন ওপেনার ওয়াইল্ডারমাথ। প্রথমবার বিগ ব্যাশের এক ম্যাচে দেখা গেল দুটি সেঞ্চুরি। টি–টোয়েন্টিতে রান তাড়ায় এক ইনিংসে দুই ব্যাটসম্যানের সেঞ্চুরিও এটিই প্রথম। দুই দলের ইনিংসে ১৮টি করে মোট ছক্কা হয়েছে ৩৬টি। বিগ ব্যাশে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। এর আগে এক ম্যাচে সর্বোচ্চ ২৬টি করে ছক্কা ছিল দুই দফায়– ২০২০ সালের ডিসেম্বরে সিডনি সিক্সার্স ও মেলবোর্ন স্টার্স ম্যাচে এবং ২০২৫ সালের জানুয়ারিতে অ্যাডিলেইড স্ট্রাইকার্স ও ব্রিজবেন হিট ম্যাচে। টি–টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ৪২টি করে ছক্কা আছে দুই দফায়। ইনিংসের প্রথম বলে কলিন মানরোকে হারানোর পর, দ্বিতীয় উইকেটে ওয়াইল্ডারমাথ ও রেনশর ৯৯ বলে ২১২ রানের বিস্ফোরক জুটি বিগ ব্যাশের ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ। ২০২০ সালের জানুয়ারিতে সিডনি সিক্সার্সের বিপক্ষে মেলবোর্ন স্টার্সের মার্কাস স্টয়নিস ও হিল্টন কার্টরাইটের ২০৭ রানের উদ্বোধনী জুটি ছিল আগের সর্বোচ্চ। প্রতিযোগিতাটিতে দ্বিতীয় উইকেটে আগের সর্বোচ্চ জুটি ছিল ১৬৭। ২০১৯ সালের জানুয়ারিতে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে রান তাড়ায় গড়েছিলেন জশ ফিলিপ ও জেমস ভিন্স। ওয়াইল্ডারমাথ ও রেনশর ২১২ রানের জুটি টি–টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় উইকেটে তৃতীয় সর্বোচ্চ। এখানে তাদের ওপরে আছে ভিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স জুটি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২০১৫ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে অবিচ্ছিন্ন ২১৫ ও পরের বছর গুজরাট লায়ন্সের বিপক্ষে ২২৯ রানের জুটি গড়েছিলেন তারা।












