একটি-দুটি বছর নয়, ৩৯টি বছর চেতনাহীনভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন জ্যাঁ-পিয়ের আদাম। বেহেনাদেত অবিশ্বাস্য ভালোবাসায় আগলে রেখেছিলেন স্বামীকে। ক্লান্তিহীনভাবে লড়ে গেছেন তিনিও। কিন্তু এত লড়াই, প্রচেষ্টা, প্রার্থনা- শেষ পর্যন্ত সবই বিফলে গেল। কোমার মধ্যে থেকেই এই ফুটবলার চলে গেলেন চিরঘুমের দেশে। খবর বিডিনিউজের। দীর্ঘ ৩৯ বছর কোমায় থেকে ৭৩ বছর বয়সে গতকাল সোমবার মারা গেছেন ফ্রান্সের সাবেক এই ফুটবলার। হাঁটুর চোট নিয়ে প্রায় চার দশক আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। অস্ত্রোপচারের সময় অ্যানেসথেসিয়া (চেতনানাশক) দেওয়ার ক্ষেত্রে ত্রুটির কারণে আর জ্ঞান ফেরেনি তার। সেনেগালে জন্ম নেওয়া আদাম ১৯৭২ থেকে ১৯৭৬ পর্যন্ত ফ্রান্সের হয়ে খেলেছেন ২২ ম্যাচ। ফরাসি ক্লাব নিমের হয়ে ম্যাচ খেলেছেন তিনি ১৪০টির বেশি। খেলেছেন পিএসজির জার্সিতেও। দুটি ক্লাবই তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। নিম জানিয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর মোনাকোর বিপক্ষে ম্যাচের আগে আদামের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং তার পরিবার ও ঘণিষ্ঠজনদের প্রতি সমবেদনা জানাবে তারা।