৩৯ নম্বর ওয়ার্ডকে পোশাক শ্রমিকদের জন্য নিরাপদ-স্বাস্থ্য সম্মত ওয়ার্ডে পরিণত করা হবে

ইপিজেড এলাকায় জাতীয় পার্টি প্রার্থীর গণসংযোগ

| বুধবার , ২৮ জানুয়ারি, ২০২৬ at ৬:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগরের আহবায়ক আলহাজ্ব আবু তাহের কর্মী-সর্মথকরা মঙ্গলবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন।

এসময় ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডের বন্দরটিলা, নেভী হাসপাতালে গেইট, স্টিল মিল, খেজুরতলা র‌্যাব-৭ গলি, আকমল আলী রোড, খালপাড়, বেড়িবাঁধ জালিয়া পড়াসহ বিভিন্ন এলাকায় লাঙ্গল প্রতীকের গণসংযোগ করা হয়।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন-চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক নাছির উদ্দীন সিদ্দিকী,আবছার উদ্দিন রনি, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টি সদস্য সচিব এম শফিউল আজম চৌধুরী লিটন, যুব সংহতি নেতা কায়সার হামিদ মুন্না, নগর শ্রমিক পার্টি আহবায়ক, এনামুল হক রাশেদ, ইপিজেড থানার সাধারণ সম্পাদক আবদুল লতিফ, ডবলমুরিং থানা জা-সদস্য সচিব মোহাম্মদ আরমান মিয়া।

গণসংযোগকালে জাতীয় পার্টি নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম মহানগরীর মধ্যে ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড-অর্থনৈতিক দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা। সিইপিজেডসহ একাধিক বৃহৎ শিল্প কারখানা এই ওয়ার্ডে অবস্থানের কারনে দেশের অর্থনীতিতে এই ওয়ার্ডের গুরুত্ব অনেক। কয়েক লাখ শ্রমিক ও তাদের পরিবারের বসবাস করে এখানে। সিইপিজেডের হাজার হাজার পোশাক শ্রমিক দেশের অর্থনীতিতে অবদান রাখলেও তাদের জন্য নিরাপদ বাসস্থান ও স্বাস্থ্যসেবা গড়ে উঠেনি। আগামীতে জাতীয় পার্টির প্রার্থী এই আসনে আপনাদের ভোটে বিজয়ী হলে সর্ব প্রথম ৩৯ নম্বর ওয়ার্ডকে পোশাক শ্রমিকদের জন্য নিরাপদ-স্বাস্থ্য সম্মত ওয়ার্ডে পরিণত করা হবে।

জাতীয় পার্টির শাসনামলে দেশে ব্যবসা ও শিল্প বান্ধব পরিবেশ ছিল; শ্রমিকদের শ্রমবান্ধব নিরাপদ পরিবেশ ছিল। অর্থনীতির চাকা সচল ছিল। এদেশের মানুষ ব্যবসা করে-চাকুরি করে খেয়ে-দেয়ে নিরাপদে ছিল। জাতীয় পার্টি ক্ষমতায় এলে দেশের সকল মানুষ নিরাপদে থাকবে।

পূর্ববর্তী নিবন্ধএবার ভোট হবে দুর্নীতির বিরুদ্ধে রায় দেওয়ার নির্বাচন : ডাঃ রেজাউল করিম