৩৯ নং ওয়ার্ডে বিনামূল্যে করোনা ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম উদ্বোধন

| মঙ্গলবার , ২ মার্চ, ২০২১ at ১১:৩২ পূর্বাহ্ণ

নগরীর ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিনামূল্যে করোনা ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে ব্যারিস্টার সুলতান আহম্মদ চৌধুুরী কলেজ সংলগ্ন অস্থায়ী ক্যাম্পে এই কর্মসূচির উদ্বোধন করেন ইপিজেড থানা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী হারুন উর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন কলেজ রোড দোকান মালিক সমিতির সভাপতি ইব্রাহিম খলিল বাদশা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবের হোসেন, আনিসুর রহমান, মিজানুর রহমান টিপু, হাজী আবু তালেব, জিতু হোসেন, মো. রাশেদ, ব্যারিস্টার কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ফারুখ হোসেন সুমন, তানভীর নেওয়াজ কাজল, পিন্টু, উষান, মুন্না প্রমুখ।
উল্লেখ্য, ভ্যাকসিন প্রদান শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা এই কার্যক্রম চলবে। আগ্রহীরা জাতীয় পরিচয় পত্র/জন্মনিবন্ধন প্রদর্শন করে ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড থেকে টিকা নিতে পারবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতাজুলের স্বপ্নকে হত্যা করা যায়নি
পরবর্তী নিবন্ধরায়পুর কচি সংঘের কার্যালয় পুনঃনির্মাণে অনুদান