৩৯ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত বেড়েছে মৃত্যু

| রবিবার , ৬ জুন, ২০২১ at ৫:৫৮ পূর্বাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে কমলেও মৃত্যু বেড়েছে। গত এক দিনে ৪৩ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, আগের দিন এই সংখ্যা ছিল ৩৪। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪৭ রোগী, যা ৩৯ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্তের হার। আগের দিন ১ হাজার ৮৮৭ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। গতকাল শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮ লাখ ৯ হাজার ৩১৪ জন হয়েছে। আর করোনা ভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৮০৩ জন। খবর বিডিনিউজের।
সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে একদিনে আরও ১ হাজার ৬৬৭ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৯ হাজার ৪২৫ জন। ভারতে উদ্ভূত ‘ডেল্টা ভ্যারিয়েন্ট’ দেশে ছড়িয়ে পড়ার মধ্যে গত এক সপ্তাহে রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যাও আশঙ্কাজনক হারে বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৪৮ শতাংশ বেড়েছে, মৃত্যুর হার বেড়েছে ২৫ শতাংশ।
সাত দিনে নমুনা পরীক্ষাও ৮ দশমিক ৭১ শতাংশ বেড়েছে। আর সুস্থতার হার বেড়েছে ৫৭ দশমিক ৯১ শতাংশ। বিশ্বে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ইতোমধ্যে ১৭ কোটি ২৬ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩৭ লাখ ১২ হাজারের বেশি মানুষের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫০৯টি ল্যাবে ১৩ হাজার ১১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৬০ লাখ ৩৪ হাজার ২৬০টি নমুনা।
শনিবার নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১১ দশমিক ৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪ লাখ ২ হাজার ৪০৬টি; বেসরকারি ব্যবস্থাপনায় ১৬ লাখ ৩১ হাজার ৮৫৪টি। গত এক দিনে যারা মারা গেছেন, তাদের ৩০ জন পুরুষ আর নারী ১৩ জন। তাদের ৩৭ জন সরকারি হাসপাতালে, ৫ জন বেসরকারি হাসপাতালে এবং ১ জন বাড়িতে মারা যান।
মৃতদের মধ্যে ১২ জন ঢাকা বিভাগের, ১২ জন রাজশাহী বিভাগের, ৮ জন চট্টগ্রাম বিভাগের, ৫ জন খুলনা বিভাগের, ১ জন সিলেট বিভাগের, ৩ জন রংপুর বিভাগের এবং ২ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। এ পর্যন্ত মৃত ১২ হাজার ৮০১ জনের মধ্যে ৯ হাজার ২৩১ জন পুরুষ এবং ৩ হাজার ৫৭০ জন নারী।

পূর্ববর্তী নিবন্ধমোজাম্বিকের জাহাজ চট্টগ্রামে এসে ধরা
পরবর্তী নিবন্ধচীনা টিকা প্রাপ্তি নিয়ে ধোঁয়াশা