মহানগর বিএনপির সাংগঠনিক পুনর্গঠন টিমের (বন্দর ইপিজেড পতেঙ্গা) উদ্যোগে ইপিজেড থানার ৩৯নং ওয়ার্ড বিএনপি সি এবং বি ইউনিটের সদস্য ফরম পূরণ ও সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
গত রবিবার দুপুরে সিমেন্ট ক্রসিংয়ে সভায় সভাপতিত্ব করেন টিমের আহ্বায়ক মো. এরশাদুল্লাহ। বক্তব্য দেন, মো. মুজিবুল হক, ইসমাইল বালি, রোকন উদ্দিন মাহমুদ নুরুজ্জামান, জাবেদ আনসারী, মুজিবুর রহমান প্রমুখ। সি ইউনিটের সভায় সভাপতিত্ব করেন সরফরাজ কাদের রাসেল এবং বি ইউনিটের সভায় সভাপতিত্ব করেন আশরাফ উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।












