৩৮ বছরের কর্মজীবন শেষে অবসরে শিক্ষক, রাজকীয় বিদায়

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৩১ পূর্বাহ্ণ

আনোয়ারায় চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অবসর প্রাপ্ত শিক্ষক শম্ভু সরকার কে বিদায় দিয়েছেন বিদ্যালয়ের প্রাক্তনবর্তমান শিক্ষার্থী, সহকর্মী এবং এলাকাবাসী। তিনি দীর্ঘ ৩৮ বছরের কর্মজীবন শেষ করার পর প্রবীণ এই শিক্ষককে ফুলের পাপড়ির গাড়ি সাজিয়ে রাজকীয় বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। গতকাল সোমবার বিদ্যালয়ের হল রুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অ্যাড. মো. হাসান কায়েস। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহেরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শান্তনু মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ বাহাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন এডহক কমিটির সদস্য কাজী আবু তাহের। প্রধান অতিথি জানান,দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতা জীবন শেষ করে গুণী শিক্ষক শম্ভু সরকার কে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলে সাজানো গাড়ি করে শিক্ষার্থীরা বাড়িতে পৌঁছে দিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখেন।

পূর্ববর্তী নিবন্ধকাপাসগোলা সিটি কর্পোরেশন কলেজে ওরিয়েন্টেশন ক্লাস
পরবর্তী নিবন্ধবিএসআরএমের দেড় শতাধিক কর্মকর্তা ও কর্মচারীর বিনামূল্যে হেপাটাইটিস রক্ত পরীক্ষা