গাউছিয়া কমিটি বাংলাদেশ ৩৮নং ওয়ার্ড নোয়াপাড়া শেখপাড়া ইউনিট শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে তাজেদারে মদিনা সুন্নি কনফারেন্স স্থানীয় বায়তুল জান্নাত জামে মসজিদ সম্মুখ চত্বরে গত বুধবার অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি তছকির আহমদ, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল্লাহ, সহ-সভাপতি হাজী মোহাম্মদ হাসান, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ বন্দর থানা শাখার সভাপতি মাওলানা ইদ্রিস আল কাদেরী, গাউছিয়া কমিটি বাংলাদেশ বন্দর থানা শাখার সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন, ৩৮নং ওয়ার্ড গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মো. মুসলিম উদ্দিন। শেখপাড়া নোয়াপাড়া ইউনিট শাখার সহ-সভাপতি নূর মোহাম্মদ, হানিফ বাদশা ও শাহ জামাল। সংগঠনের সভাপতি এডভোকেট মো. হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মোস্তফা রহিম আল আজহারী। বিশেষ বক্তা ছিলেন মাওলানা আব্দুল্লাহ আল নোমান আল কাদেরী। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নোয়াপাড়া শেখপাড়া ইউনিট শাখার সাংগঠনিক সম্পাদক মো. নেজাম, অর্থ সম্পাদক মো. মামুন, আরিফ মোস্তফা, ডা. মহসিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।