ইমাম হোসেন (২৬) নামে মোবাইল ফোন চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৮টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত ইমাম চরপাথরঘাটা রমজান আলী শাহ মাজার এলাকার সিদ্দিক আহমেদের বাড়ির নুর হোসেনের ছেলে। সিএমপি’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার রাত ৯টার দিকে কর্ণফুলী উপজেলার জামালপাড়া ও ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে ইমামকে গ্রেপ্তার করা হয়।