৩৮ চোরাই মোবাইলসহ চক্রের সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ জানুয়ারি, ২০২৫ at ৮:০১ পূর্বাহ্ণ

ইমাম হোসেন (২৬) নামে মোবাইল ফোন চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৮টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত ইমাম চরপাথরঘাটা রমজান আলী শাহ মাজার এলাকার সিদ্দিক আহমেদের বাড়ির নুর হোসেনের ছেলে। সিএমপি’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার রাত ৯টার দিকে কর্ণফুলী উপজেলার জামালপাড়া ও ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে ইমামকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবোটটিতে মিলল ৯৯৫ বস্তা ইউরিয়া,সিমেন্টসহ নানা পণ্য
পরবর্তী নিবন্ধমাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের ব্যয় ও মেয়াদ বাড়ল