৩৮৪ যাত্রীকে জরিমানা

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৪ নভেম্বর, ২০২১ at ১:২৯ অপরাহ্ণ

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের সময় ১০টি আন্তঃনগর ট্রেনের ৩৮৪ জন যাত্রীকে জরিমানা করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ট্রেনের নিয়মিত ভাড়া ও জরিমানাসহ মোট ৮৯ হাজার ১৮০ টাকা আদায় হয় বলে রেলওয়ে পূর্বাঞ্চলের বাণিজ্যিক বিভাগ থেকে জানা গেছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বাণিজ্যিক বিভাগ জানায়, গত মঙ্গলবার সকাল থেকে রাত ১১টা পর্যন্ত চট্টগ্রাম স্টেশনে ব্লক চেকিং ও ১০টি ট্রেনে অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকা কমলাপুর রুটের গোধূলী, মহানগর এক্সপ্রেস ও মহানগর প্রভাতী, চট্টগ্রাম থেকে সিলেট রুটে পাহাড়িকা এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেস, চট্টগ্রাম থেকে ময়মনসিংহ রুটের বিজয় এক্সপ্রেস, চট্টগ্রাম থেকে সিলেট রুটের পাহাড়িকা এক্সপ্রেস, ঢাকা থেকে চট্টগ্রাম রুটের তূর্ণা এক্সপ্রেস, সিলেট থেকে চট্টগ্রাম রুটের উদয়ন এক্সপ্রেস এবং ঢাকা থেকে চট্টগ্রাম রুটের মহানগর এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করা হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী আজাদীকে জানান, মঙ্গলবার সকাল থেকে রাত ১১টা পর্যন্ত চট্টগ্রাম রেল স্টেশনে ১০টি আন্তঃনগর ট্রেনের ব্লক চেকিং করে ৩৮৪ জন যাত্রীর কাছ থেকে ৮৯ হাজার ১৮০ টাকা ভাড়া ও জরিমানা আদায় করা হয়েছে। বিনা টিকিটের ট্রেনে ভ্রমণে যাত্রীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধইসলামের সঠিক পথ অনুসরণে শান্তিপূর্ণ জীবন গঠন সম্ভব
পরবর্তী নিবন্ধসাজেদা কবির চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত