৩৮তম থাই কিংস কাপ সেপাক টাকরোতে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ পদক লাভ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৪ আগস্ট, ২০২৫ at ৯:০৪ পূর্বাহ্ণ

বিদেশের মাটিতে ক্রমশ ভাল করছে বাংলাদেশ সেপাক টাকরো দল। বিশেষ করে মেয়েদের দল নিজেদের ক্রমশ উন্নতি করছে। তারই ধারাবাহিকতায় এবার স্বর্ণ পদক জিতে আসল নারী সেপাক টাকরো দল। বলতে হবে স্বর্ন পদক জয়ের মধ্য দিয়ে ইতিহাসে প্রবেশ করেছে বাংলাদেশ সেপাক টাকরো মহিলা দলের খেলোয়াড়রা। আইএসটিএফ সেপাক টাকরো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ ৩৮ থাই কিংস কাপ ডিভিশন ১ এর হুপ ইভেন্টে স্বর্ণ পদক জয় করেছে বাংলাদেশ মহিলা সেপাক টাকরো দল। একই ইভেন্টের পুরুষ বিভাগে রৌপ্য পদক জয় লাভ করেছে বাংলাদেশের পুরুষ সেপাক টাকরো দল। সেপাক টাকরোর ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে বাংলাদেশের পুরুষ ও মহিলা সেপাক টাকরো দল একটি স্বর্ণ পদক, ৩টি রৌপ্য পদক এবং ২টি ব্রোঞ্জ পদক সহ মোট ৬ টি পদক লাভ করেছে ।

বাংলাদেশের সেপাক টাকরো এখন ক্রমশ বিশ্বমানের দিকে ছুটছে। নিয়মিত আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের মধ্য দিয়ে নিজেদের প্রস্তুত করে নিচ্ছে বাংলাদেশের সেপাক টাকরো দল। এবারের ৩৮ তম থাই কিংস কাপে বাংলাদেশ সেপাক টাকরো মহিলা দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশন এর এ্যাডহক কমিটির সদস্য মোঃ লুৎফুল করিম সোহেল। ২৪ সদস্যের বাংলাদেশ সেপাক টাকরো দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ফারুক ঢালী। বাংলাদেশের লক্ষ্য এশিয়ান গেমসের সেপাক টাকরো খেলার পদক জয়। সে লক্ষ্যে নিজেদের প্রস্তুতি নেওয়ার কথাও জানান সেপাক টাকরো এসোসিয়েশনের কর্মকর্তারা। বাংলাদেশের প্রেক্ষাপটে সেপাক টাকরো নতুন খেলা হলেও ক্রমশ জনপ্রিয়তা লাভ করছে এই খেলাটি। বিশেষ করে স্কুল পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে সেপাক টাকরো। এখন কেবলই সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা। আরো বড় আসর থেকে এবার পদক নিয়ে আসতে চায় বাংলাদেশ দল।

বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দলের এ সাফল্যের পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি ক্রীড়া উপদেষ্টা, ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া এবং দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধপেনাল্টি রোমাঞ্চে আবারও কোপা চ্যাম্পিয়ন ব্রাজিলের মেয়েরা
পরবর্তী নিবন্ধএশিয়া কাপে ক্রিকেটে বাংলাদেশের তিনটি ম্যাচই হবে আবুধাবিতে