৩৭ ব্যক্তির মাঝে রাউজান ক্লাবের সেলাই মেশিন ও টিন বিতরণ

রাউজান প্রতিনিধি | শনিবার , ২৪ আগস্ট, ২০২৪ at ১১:০৭ পূর্বাহ্ণ

দীর্ঘ ৭ বছর পর রাউজান ক্লাব তাদের মানবিক ও সামাজিক কার্যক্রম শুরু করেছে। গতকাল শুক্রবার ক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এলাকার হতদরিদ্র মানুষের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন ও বিভিন্ন খাতে আর্থিক সাহায্য দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান এমদাদুল ইসলাম মাদ্রাসার পরিচালক হাফেজ সোলাইমান। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের দাতা সদস্য প্রবাসী মোহাম্মদ হাতেম, প্রবাসী মোহাম্মদ লোকমান, ক্লাবের সভাপতি ওমর ফারুক, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বাবুল। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সহ সভাপতি রিয়াজুল হাছান, মাসুম চৌধুরী, আব্দুর রহিম, তসলিম উদ্দিন, রিদোয়ান শাহ, আবুল কালাম আজাদ, আব্দুল ওয়াহেদ চৌধুরী, শফি সিকদার, রোবেল, ছমিউদ্দিন নিজাম, মোহাম্মদ জাফর, মো. নুরুল ইসলাম, নিজাম উদ্দিন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান থেকে ৩৭ জনকে ১ লাখ ২৮ হাজার টাকার জিনিসপত্র বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশ্রমিক নেতা এম এ ছবুরের মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধপানিবন্দি মানুষদের জন্য একদিনের বেতন দিলেন বিজিবির সদস্যরা