৩৭ নং ওয়ার্ড মুনির নগর হালিশহর রোড ও আকবর থানাদার সড়কের দুরবস্থা

| মঙ্গলবার , ৫ অক্টোবর, ২০২১ at ৫:৩৫ পূর্বাহ্ণ

বন্দর নগরী চট্টগ্রামের পীরকুল শ্রেষ্ঠ পীর কামেল হযরত সৈয়দ মোঃ হাফেজ মুনিরুদ্দিন রহঃ হযরত মৌঃ সৈয়দ সিরাজুল মোস্তফা রহঃ হযরত মৌঃ সৈয়দ মোঃ জালাল উদ্দিন রহঃ ও স্বাধীনতা সংগ্রামের ১ দফার প্রবক্তা মরহুম এম.এ. আজিজের পুণ্যভূমি হালিশহর মুনির নগর ৩৭ নং ওয়ার্ড। হালিশহর সড়ক ও আকবর থানাদার সড়ক ক্ষত বিক্ষত। রাস্তার উপর বৃষ্টির পানি হাঁটু পরিমাণ জমে থাকে। এলাকা জলাবদ্ধতার শিকার হয়।
উল্লেখ্য সিটি কর্পোঃ কর্তৃক কোরবানির পশু জবাইয়ের স্থান আকবর থানাদার সড়ক নির্ধারিত। নগরের ময়লা বাহী গাড়ি অন্যান্য যাত্রীবাহি গাড়ি এই সড়ক দিয়েই চলাচল করে থাকে। মেয়র মহোদয় সমীপে বিনীতি আবেদন জরুরী ভিত্তিতে সড়ক দুটি মেরামত করা হোক।
আপনারাই বিশ্বস্ত
এস.এম. ফরিদ, আকবর থানাদার বাড়ি ৩৭ নং ওয়ার্ড মুনির নগর।

পূর্ববর্তী নিবন্ধমেডিসিনে নোবেল বিজয়ী মরিস হিউ ফ্রেডরিক উইলকিন্স
পরবর্তী নিবন্ধভালোবাসা, ভালো আছো তো?