দেশের ৩৭ জেলায় গত এক দিনে নতুন কারও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আসেনি; পাঁচ বিভাগে কারও মৃত্যুও হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ২১১ জনের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে আরও ৬ জনের। এর মধ্যে রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। খবর বিডিনিউজের।
গত এক দিনে শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৫৩৯ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৮৬৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২৭৬ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩৩ হাজার ৪২৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ১৭ হাজার ২২৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ৩ লাখ ৪৯ হাজার ৮৭০টি নমুনা। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১ দশমিক ২২ শতাংশ, যা গত বছরের ৩১ মার্চের পর সবচেয়ে কম। সেদিন শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৭৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ১৬ শতাংশ; মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।