৩৬ মেগাওয়াট ওয়েস্ট-টু-এনার্জি প্রকল্পে আগ্রহী চসিক

ব্রিটিশ কোম্পানির সাথে মতবিনিময়

| মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫ at ৪:১৯ পূর্বাহ্ণ

ডিপি ক্লিনটেক ইউকে এবং ইমপ্যাক্ট এনার্জি গ্লোবাল লিমিটেড কনসোর্টিয়ামের প্রতিনিধিরা সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে গতকাল সোমবার বৈঠকে মিলিত হন। বৈঠকে চট্টগ্রাম শহরের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন ও পরিবেশবান্ধব উপায়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ৩৬ মেগাওয়াট ওয়েস্টটুএনার্জি প্রকল্প বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।

ডিপি ক্লিনটেক ইউকের প্রতিনিধি ম্যাটিও মোলেনা প্রকল্পটির কারিগরি ও অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে একটি উপস্থাপনা প্রদান করেন। শেষে মেয়র চট্টগ্রাম শহরের টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের লক্ষ্যে প্রকল্পটির বাস্তবায়নে তার আগ্রহ ব্যক্ত করেন। ডিপি ক্লিনটেক ইউকে চট্টগ্রামে শতভাগ সরাসরি বিদেশি বিনিয়োগের মাধ্যমে পাবলিকপ্রাইভেট পার্টনারশিপ মডেলের আওতায় এই প্রকল্প বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করেছে।

বৈঠকে ডিপি ক্লিনটেক এবং ইমপ্যাক্ট এনার্জির পক্ষে উপস্থিত ছিলেন ম্যাটিও মোলেনা, এ বি এম ইকবাল মাহমুদ মারুফ, শৌরভ চক্রবর্তী, হাবিবুল হাসান, স্থানীয় পরামর্শক স্থপতি তারিকুল ইসলাম ও এনায়েত কবীর।

এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন ৩ হাজার টন বর্জ্য সংগ্রহ করে পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হবে, যা জাতীয় গ্রিডে সংযুক্ত করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি
পরবর্তী নিবন্ধসোনাদিয়ার ৯ হাজার ৪৬৭ একর জমি বন বিভাগের অনুকূলে হস্তান্তরের উদ্যোগ