৩৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের আর্থিক সহায়তা

| মঙ্গলবার , ১৩ জুন, ২০২৩ at ৫:৪৬ পূর্বাহ্ণ

শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.) ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন খাতে আর্থিক সহায়তা প্রাপ্তদের মাঝে চেক প্রদান অনুষ্ঠান গতকাল সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মীর মো. তরিকুল আলমের সঞ্চালনায় ও এসজেডএইচএম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফরের সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এতে গেস্ট অব অনার ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান।

বিশেষ অতিথি ছিলেন সিডিএ বোর্ড সদস্য অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী, জেলা পরিষদ সদস্য আলী আবরাহা দুলাল, উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফযখানা পরিচালনা পর্ষদের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শওকত হোসাইন। আরো উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন।

প্রধান অতিথি বলেন, সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের এ ধরনের মানবকল্যাণমূলক কর্মকাণ্ড আমাদের সমাজ ও জাতিকে আরো সমৃদ্ধ করবে এবং দক্ষ জনগোষ্ঠী তৈরিতে সহায়তা করবে বলে আমার বিশ্বাস। সরকারের ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ তৈরির লক্ষ্যে ট্রাস্টের এই বহুমাত্রিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন। উল্লেখ্য, অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষ হতে ১টি মসজিদ পুনঃনির্মাণ, ২২টি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন খাতে ১৩ ব্যক্তিকে মোট ১৯ লক্ষ ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাবের হোসেন চৌধুরী প্রধানমন্ত্রীর পরিবেশ বিষয়ক বিশেষ দূত
পরবর্তী নিবন্ধআগ্রাবাদে ইসলামী আন্দোলন নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল