৩৬ বছর ধরে ক্ষমতায়

| সোমবার , ২২ মার্চ, ২০২১ at ১০:৫২ পূর্বাহ্ণ

মধ্য আফ্রিকার দেশ কঙ্গো রিপাবলিকের প্রেসিডেন্ট ডেনিস সাসৌ এনগুয়েসো। ৩৬ বছর ধরে তিনি দেশটির প্রেসিডেন্ট পদে আছেন। তারপরও ক্ষমতা ছাড়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দেশটিতে গতকাল রোববার অনুষ্ঠিত হওয়া নির্বাচনে আবারও তিনিই জিতছেন বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ আরও এক মেয়াদে কঙ্গো রিপাবলিকের প্রেসিডেন্ট পদে বসতে যাচ্ছেন এনগুয়েসো। কঙ্গো রিপাবলিকের অর্থনৈতিক সংকট ও তেলের লভ্যাংশে অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে এনগুয়েসোর বিরুদ্ধে। তবে কূটনীতিক ও বিশ্লেষকরা মনে করেন, নির্বাচনে তার যে ছয় প্রতিদ্বন্‌দ্বী রয়েছেন তারা কেউই তাকে আসলে পরাজিত করতে পারবেন না। বরং ভোটার উপস্থিতি থেকে তার জনপ্রিয়তার ইঙ্গিতই মিলছে। নাম প্রকাশ না করার শর্তে ব্রাজাভিলের একজন কূটনীতিক বলেন, এ নির্বাচনে আসলে নতুন কিছু ঘটবে না। মানুষ আসলে মানসিকভাবে দুর্বল হয়ে গেছে। তারা সুখী না, কিন্তু তাদের হাতে বিকল্প কিছুও নেই।

পূর্ববর্তী নিবন্ধ‘ইস্তাম্বুল কনভেনশন’ থেকে বেরিয়ে গেল তুরস্ক
পরবর্তী নিবন্ধপাকিস্তানে ১২ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ