করোনাভাইরাসের সংক্রমণ কমার মধ্যে গত একদিনে দেশের ৩৬টি জেলায় নতুন করে কেউ আক্রান্ত হয়নি; টানা দ্বিতীয় দিন দেশে কোনো কোভিড রোগীর মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ১৮২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। তাতে মহামারীর মধ্যে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫০ হাজার ১২৪ জন। খবর বিডিনিউজের।
গত এক দিনে দেশের কোনো জেলা থেকে করোনাভাইরাসে কারও মৃত্যুর খবর আসেনি। ফলে মহামারীতে মোট মৃত্যুর সংখ্যা আগের মতই ২৯ হাজার ১১২ জনে রয়েছে। ১৪ সপ্তাহ পর মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আগের ২৪ ঘণ্টায় দেশে কোভিডে কারও মৃত্যু হয়নি। বুধবারও একই স্বস্তির খবর এল। ২০২০ সালের এপ্রিলের পর এই প্রথম পর পর দুটি মৃত্যুহীন দিন পেল বাংলাদেশ।
গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার নেমে এসেছে ১ দশমিক ৩৮ শতাংশে, যা ওমিক্রনের প্রভাবে রেকর্ড ৩৩ শতাংশে পৌঁছেছিল গত জানুয়ারির শেষে। সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন এক হাজার ১৯২ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন সুস্থ হয়ে উঠলেন। মহামারীর মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ২৬ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।