৩৬২ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল রেলওয়ে

| সোমবার , ২৩ জানুয়ারি, ২০২৩ at ৪:১৫ পূর্বাহ্ণ

নগরের পাহাড়তলী পুরাতন সেইল ডিপো এলাকায় ৩৬২ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ের ভূসম্পতি বিভাগ। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রেলওয়ের বিভাগীয় ভূসম্পতি কর্মকর্তা মাহবুবউল করিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। খবর বাংলানিউজের।

জানা গেছে, অভিযানে রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়ি পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকা থেকে এক দশমিক ১ একর জায়গা উদ্ধার করা হয়। অভিযানে সেমিপাকা, পাকা ও টিনশেডের ৩৬২টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। বিতাড়িত করা হয় ১ হাজার ৫০ জন অবৈধ দখলদারকে। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ শহীদুজ্জামান, চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম রানা।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূসম্পতি কর্মকর্তা সুজন চৌধুরী বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলী পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকা থেকে এক দশমিক ১ একর জায়গা উদ্ধার করা হয়েছে। রেলওয়ের অবৈধ দখলকৃত জায়গা উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধস্টকহোমে পবিত্র কোরান পোড়ানোর ঘটনায় বাংলাদেশের প্রতিবাদ
পরবর্তী নিবন্ধশিল্পের জন্য গ্যাস ও বিদ্যুতের যৌক্তিক মূল্য নির্ধারণ চান ব্যবসায়ীরা