৩৬টি হলে মুক্তি পেল বুবলীর ‘চোখ’

| শনিবার , ২ অক্টোবর, ২০২১ at ৫:৪৯ পূর্বাহ্ণ

অবশেষে সিনেমা হলে মুক্তি পেল ত্রিভুজ প্রেমের সিনেমা ‘চোখ’। গতকাল শুক্রবার দেশের ৩৬টি প্রেক্ষাগৃহে শবনম বুবলী অভিনীত সিনেমাটি মুক্তি পেয়েছে। খবর বাংলানিউজের।
‘চোখ’ সিনেমায় নায়িকা বুবলীর বিপরীতে অভিনয় করেছেন নিরব হোসেন ও জিয়াউর রোশান। অনামিকা মণ্ডলের চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন নবাগত আসিফ ইকবাল জুয়েল। ত্রিকোণ প্রেমের রোমান্টিক ও অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ‘চোখ’। কয়েক মাস আগে এর শুটিং সম্পন্ন হয়েছে। রাকেশ চরিত্রে সিনেমাটিতে অভিনয় করেছেন নিরব। এছাড়া রোশনকে জয় এবং বুবলীকে দেখা যাবে রেজনি হিসেবে। একটি বিশেষ চরিত্রে রয়েছেন শহীদুজ্জামান সেলিম।
এ সিনেমার গল্পে দেখা যাবে, ধনি পরিবারের ছেলে রাকেশ (নিরব) সড়ক দুর্ঘটনায় তার দুই চোখ হারান। এরপর অপারেশন করে তার নতুন চোখ লাগানো হয়। কিন্তু নতুন চোখ নিয়ে ঘটতে থাকে নানা অদ্ভুত সব ঘটনা! এদিকে ‘চোখ’ মুক্তির একদিন আগেই সিনেমাটির নায়ক জিয়াউর রোশান করোনা আক্রান্ত হয়েছেন। ফলে প্রেক্ষাগৃহে বসে আপাতত নিজের অভিনীত সিনেমাটি দেখা হচ্ছে না তার।

পূর্ববর্তী নিবন্ধসুইসাইড নোট লিখে অভিনেত্রীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধভাঙা পা নিয়েও শুটিং করছেন অমিতাভ বচ্চন