৩৫ বছর পলাতক অতঃপর ধরা

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩১ জুলাই, ২০২৩ at ১০:১৯ পূর্বাহ্ণ

৩৫ বছর পলাতক থাকার পর অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. জসিম উদ্দিনকে (৬০) চট্টগ্রামের ভাটিয়ারি এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব, চট্টগ্রাম। গ্রেপ্তার জসিম কোতোয়ালী থানার স্টেশন কলোনির রুহুল আমিনের ছেলে। র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার আজাদীকে বলেন, এ মামলার আসামি সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে গত শনিবার অভিযান চালিয়ে জসিমকে গ্রেপ্তার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, গত ১৯৮৮ সালে আগ্নেয়াস্ত্রসহ মোঃ জসিম উদ্দিন কোতোয়ালি থানা পুলিশের হাতে ধরা পড়ে। তার বিরুদ্ধে একটি নিয়মিত অস্ত্র মামলা রুজু হয় যার মামলা নং ৩০() ১৯৮৮। উক্ত মামলা বিচারাধীন থাকা অবস্থায় আসামি মো. জসিম উদ্দন জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যায় এবং ২০ বছর বিদেশে অবস্থান করার পর গত ২০১৪ সালে দেশে ফিরে আসলেও আইনশৃঙ্খলা বাহিনীর নিকট থেকে গ্রেপ্তার এড়াতে নাম ঠিকানা পরিবর্তন করে ৯ বছর যাবৎ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিল। এ মামলায় আদালত আসামির অনুপস্থিতিতে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধস্বপন কুমার মজুমদার
পরবর্তী নিবন্ধফজলুল গণি মাহমুদ