দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ১৫ অক্টোবর সপ্তমবারের মতো অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, শেষ হবে বিকেল ৪টায়। এর আগে ২৮ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন। ১২ অক্টোবর ভোটগ্রহণের তারিখ থাকলেও পরে পিছিয়ে ১৫ অক্টোবর করা হয়।











