কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় ছড়া খালের পাড়ের টং ঘরে বসে মাদক সেবন করছিলেন চার যুবক। এ সময় দূর থেকে স্থানীয় লোকজন তাদের দেখতে পেয়ে ধাওয়া দেয়। সেই ধাওয়া খেয়ে পালাতে গিয়ে ছড়া খালের পানিতে ঝাঁপ দেন তারা। তদ্মধ্যে তিনজন নিরাপদে পাড়ে উঠতে পারলেও নিখোঁজ ছিলেন মোহাম্মদ রিপন (২৪) নামের একজন। অবশেষে নিখোঁজ থাকার প্রায় ৩৫ ঘণ্টা পর ছড়া খালে ভাসমান অবস্থায় স্থানীয় জনতার সহায়তায় গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে সেই লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মারা যাওয়া রিপনের বাড়ি চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটের চা–বাগানস্থ কোনাপাড়া–মৌলভীকাটা এলাকার কামাল উদ্দিনের পুত্র। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পার্বত্য অববাহিকার একটি ছড়া খাল চকরিয়ার ডুলাহাজারার মালুমঘাটের চা–বাগানস্থ কোনাপাড়া–মৌলভীকাটার ওপর দিয়ে বহমান রয়েছে। ওই এলাকায় গত বুধবার রাতে খালের পাড়ের টং ঘরে বসে মদ সেবন করছিলেন স্থানীয় চার যুবক। সেই দৃশ্য স্থানীয় লোকজন দেখতে পেয়ে ধাওয়া দিলে তারা খালে ঝাঁপ দেয়। অপর পাড়ে তিনজন উঠতে পারলেও নিখোঁজ ছিল মোহাম্মদ রিপন।
পুলিশ জানায়, শুক্রবার দুপুর ১টার দিকে রিপনের লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এর পর থানার উপ–পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ রিপনের মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুকারী এসআই জাকির হোসেন বলেন, রিপনের শরীরের কোথাও আঘাতের চিহ্ন শনাক্ত হয়নি। সুরতহাল তৈরি শেষে তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, এই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।