৩৫ কীর্তিমানকে সম্মাননা ৫০ যুবকের কর্মসংস্থান

পটিয়া উৎসবের সমাপনী

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৫ মার্চ, ২০২২ at ৭:৪২ পূর্বাহ্ণ

হুইপ সামশুল হক চৌধুরী বলেছেন, পটিয়ায় জন্ম নিয়েছে অসংখ্য জ্ঞানী-গুণী কৃতী ব্যক্তিত্ব। যাদের অবদান দেশের গণ্ডি পেরিয়ে আজ বিশ্বের বিভিন্ন জায়গায় প্রশংসিত হচ্ছে। তাদের কৃতিত্ব ও অবদান আমাদের গৌরবান্বিত করেছে। পটিয়া ফাউন্ডেশনের আয়োজনে তিন দিনের পটিয়া উৎসবের মাধ্যমে এমন কৃতী ব্যক্তিদের সংবর্ধনা দিতে পেরে পটিয়াবাসী আজ আনন্দিত। নতুন প্রজন্মকে উদ্দেশ্য করে তিনি বলেন, তোমরা বিজ্ঞান নিয়ে পড়ালেখা কর। আগামীতে দেশসেরা ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তোল। আমার সমস্ত অর্জন তোমাদের জন্য উৎসর্গ করলাম।
তিনি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পটিয়া হাইস্কুল মাঠে আয়োজিত তিনদিন ব্যাপী ‘পটিয়া উৎসব’ এর শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে পটিয়ার ৩৫ কৃতী ব্যক্তিকে সম্মাননা স্মারক তুলে দেন হুইপ। পরে পটিয়ার ৫০ জন বেকার যুবককে ৫০টি রিকশাভ্যান ও পুঁজির জন্য নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া আরো ১৫০ জন বেকার যুবককে পটিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে কর্মসংস্থানের লক্ষে রিকশাভ্যান ও নগদ টাকা প্রদান করার ঘোষণা দেয়া হয়। শেষে প্রখ্যাত সংগীতশিল্পী রবি চৌধুরীসহ বিভিন্ন শিল্পীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে সম্মাননা স্মারকপ্রাপ্তরা হলেন, সাবেক এমপি চেমন আরা তৈয়ব, অতিরিক্ত সচিব ও স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলম, সাবেক অতিরিক্ত সচিব মো. ইউসুফ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব তাপস সরকার, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের যুগ্ম সচিব মোহাম্মদ ইয়াছিন, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত শেখ মো. বেলাল, ইউজিসি সদস্য ড. সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. নেহাল করিম, কার্ডিও সার্জন ডা. কায়সার নসরুল্লাহ খান, একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী, কবি ও সাংবাদিক রাশেদ রউফ, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব দেবী চন্দ, মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব খোরশেদ আলম খান, বার্জার পেইন্টের ব্যবস্থাপনা পরিচালক রূপালি চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তর সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ নন্দী, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী, জাতীয় গ্রন্থাগার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পরিচালক মিনার মনসুর, কর্ণফুলী বঙ্গবন্ধু ট্যানেলের প্রকল্প পরিচালক প্রকৌশলী হারুনুর রশিদ চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে, বিটিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মনোজ সেন গুপ্ত, পিডিবি রাঙামাটি জোনের প্রকৌশলী উজ্জ্বল বড়ুয়া, বৈশাখী টিভির বার্তা প্রধান অশোক চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া, পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম উপ-পরিচালক (প্রশাসন) মো. শহীদ উদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক প্রকৌশলী রাজীব দাশ, সাংবাদিক ও গবেষক মুহাম্মদ শামসুল হক, সাংবাদিক শহীদ উল আলম, শিশু সাহিত্যিক ওমর কায়সার, সওজ চট্টগ্রাম দক্ষিণের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ, উদ্যোক্তা পিপলু খান, ব্যারিস্টার মাসুদ রেজা সোবাহান এবং সংগীতশিল্পী নিশিতা বড়ুয়া।
এর আগে উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উৎসব কমিটির সদস্যসচিব মুক্তিযোদ্ধা আ ক ম সামশুজ্জামান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, আওয়ামী লীগ নেতা দেবব্রত দাশ দেবু, ডা. তিমির বরণ চৌধুরী, অধ্যাপক হারুনুর রশিদ, বিজন চক্রবর্তী, মাজেদা বেগম শিরু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় দুর্বৃত্তের গুলিতে আ. লীগ নেতাসহ নিহত ২
পরবর্তী নিবন্ধনগর আ. লীগ ও যুবলীগের সম্মেলনের প্রস্তুতি শুরু