৩৫নং ওয়ার্ডে বাস্তুহারা খেত্রচরের চিকিৎসা ক্যাম্প

| বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৭:৩৮ পূর্বাহ্ণ

‘অসহায়ত্বকে পরাজিত করার সংকল্পে নিরন্তর ছুটে চলা’-স্লোগানকে ধারণ করে এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ৩৫নং ওয়ার্ড বাস্তুহারা খেত্রচর আয়োজন করে ফ্রি চিকিৎসা ক্যাম্প। ক্যাম্পের মাধ্যমে উক্ত এলাকার অসহায় মানুষদের মেডিসিন, চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা, খতনা সেবা, রক্তের গ্রুপ এবং ডায়বেটিস নির্ণয় সেবা প্রদান করা হয়। ডেন্টাল ইউনিটে চিকিৎসা প্রদান করেন ডা. উপল চাকমা ও ডা. ইমাতুদ্দিন চৌধুরী। লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম কর্ণফুলী এলিট, লায়ন্স চক্ষু হাসপাতাল এবং পেপসোডেন্টের ডেন্টাল ইউনিটের সহায়তায় আয়োজিত এই চিকিৎসা সেবায় উপস্থিত ছিলেন ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক, সাবেক ছাত্রলীগ নেতা ফরহাদুল ইসলাম রিন্টু, মানবিক চট্টলার প্রতিষ্ঠাতা সভাপতি মোশরাফুল হক পাভেল, সেক্রেটারি নাজিম উদ্দিন সাইফুল, বাস্তুহারা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এবং বাকলিয়া থানা যুবলীগ নেতা মো. সালাউদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধাদের কাছে সিএমপির উপহারের ঢালি
পরবর্তী নিবন্ধমহিউদ্দিন চৌধুরী সময়ের সাহসী সন্তান