আন্দোলনকারীরা ধর্মঘট স্থগিত করার পর চট্টগ্রাম বন্দরে কন্টেনার আনা–নেওয়ার কার্যক্রম ৩৪ ঘণ্টা পর শুরু হয়েছে। আন্দোলনকারীরা ৪৮ ঘণ্টার ধর্মঘট আহ্বান করলেও গতকাল মঙ্গলবার বিকাল ৪টা নাগাদ কর্মসূচি স্থগিত করে। এতে করে বেসরকারি ডিপো থেকে চট্টগ্রাম বন্দরে কন্টেনার আনা–নেওয়া পুরোদমে শুরু হয়।
চাকরির নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র এবং সরকার ঘোষিত মজুরি প্রদানের দাবিতে চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার, কংক্রিট মিঙচার, ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়ন সোমবার সকাল থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু করেছিল। সংগঠনের সভাপতি সেলিম খান সাংবাদিকদের জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে দাবি মেনে নেওয়ার আশ্বাস পাওয়ার পর ধর্মঘট স্থগিত করা হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচির মাধ্যমে সংগঠনটি ধর্মঘট শুরু করে। ধর্মঘটের ফলে গত সোমবার সকাল থেকে চট্টগ্রামে ২১টি বেসরকারি আইসিডি থেকে বন্দরে কন্টেনার আনা–নেওয়া পুরোপুরি বন্ধ হয়ে যায়। জাহাজ থেকে কন্টেনার খালাসের কার্যক্রম চললেও বন্দরের ইয়ার্ড থেকে কোনো কন্টেনার আইসিডিতে যাচ্ছিল না। একইভাবে আইসিডি থেকেও রপ্তানি পণ্য বোঝাই কোনো কন্টেনার আনা যাচ্ছিল না বন্দরে। ফলে রপ্তানি পণ্য জাহাজিকরণে অচলাবস্থা তৈরি হয়েছিল। জেটিতে অবস্থান করছিল অপেক্ষমাণ জাহাজ। কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে প্রায় ৩৪ ঘণ্টা পর ধর্মঘট স্থগিত করা হলে বন্দর এবং বেসরকারি আইসিডিগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।
বাংলাদেশ ইনল্যান্ড কন্টেনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, ধর্মঘটের কারণে কন্টেনার পরিবহনে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল তা নিরসন হয়েছে। মঙ্গলবার বিকাল চারটা থেকে স্বাভাবিক কার্যক্রম চলছে।