৩৪ গ্রাম সিএনজি ও ব্যাটারি রিক্সা জব্দ

ট্রাফিক দক্ষিণ বিভাগের অভিযান

আজাদী প্রতিবেদন | সোমবার , ৮ মে, ২০২৩ at ৫:৫৪ পূর্বাহ্ণ

সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা আনার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিকদক্ষিণ বিভাগের উদ্যোগে গতকাল রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ এলাকা, আন্দরকিল্লা, চকবাজার, টাইগারপাস ও আশপাশের মূল সড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় সড়কে অবৈধভাবে চলাচলরত মোট ৩৪টি গ্রাম সিএনজি টেক্সি ও ব্যাটারী রিক্সা আটক করা হয়েছে। তন্মধ্যে অবৈধ গ্রাম সিএনজি অটোরিক্সা ২১টি ও ব্যাটারিচালিত রিক্সা ১৩টি।

সিএমপির ট্রাফিকদক্ষিণ বিভাগের টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমা জানান, সড়কে চলাচলকারী ফিটনেসবিহীন গাড়ি, অবৈধ ব্যাটারি রিক্সা ও গ্রাম সিএনজি টেক্সির বিরুদ্ধে সিএমপি ট্রাফিকদক্ষিণ বিভাগের অভিযান অব্যাহত থাকবে। সিএমপির ট্রাফিকদক্ষিণ বিভাগ পরিচালিত অভিযানে অংশ নেন টিআই (বাকলিয়া) মো. মনিরুজ্জামান, টিআই (আন্দরকিল্লা) মো. আবদুল মুকিত, টিআই (চকবাজার) বিপ্লব পাল, টিআই (টাইগারপাস) অপূর্ব পাল ও কর্তব্যরত সার্জেন্টকনস্টেবলগণ।

পূর্ববর্তী নিবন্ধবাড়ছে আমদানি-রপ্তানি
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে জামায়াতের দুই নেতা গ্রেপ্তার