ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। তিনিই হচ্ছেন ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। ২৪ জুলাই শেষ হচ্ছে ১৪তম রাষ্ট্রপতির মেয়াদ। এরপরই শপথ নেবেন দ্রৌপদী। খবর বাংলানিউজের।
দিল্লির রাষ্ট্রপতি ভবনে থাকবেন দ্রৌপদী। কোনো দেশের সাংবিধানিক প্রধানের বাসভবন হিসেবে এটিই বিশ্বের বৃহত্তম। এই ঐতিহাসিক ভবনে চারটি তলা মিলিয়ে ৩৪০টি ঘর রয়েছে। আড়াই কিলোমিটার করিডোর এবং ১৯০ একর জমির ওপরে রয়েছে বাগান। এছাড়াও রাষ্ট্রপতির থাকার জন্য হায়দরাবাদে রয়েছে ‘রাষ্ট্রপতি নিলায়াম’ নামে একটি বিলাসবহুল ভবন। একই রকমভাবে ছুটি কাটানোর জন্য সিমলায় রয়েছে রিট্রিট বিল্ডিং। রাষ্ট্রপতির সচিবালয়ের পাঁচজন কর্মী ছাড়াও রাষ্ট্রপতি ভবনে প্রায় দুইশ’ কর্মী রক্ষণাবেক্ষণের কাজ করেন। ভারতের রাষ্ট্রপতি বেতন পান মাসিক ৫ লাখ রুপি। বেতন ছাড়াও রাষ্ট্রপতি বিনা খরচে চিকিৎসার সুযোগ পান সারা জীবন। রাষ্ট্রপতি ভবনে কর্মীদের বেতন থেকে অতিথি আপ্যায়ন এবং খাওয়া-দাওয়ার জন্য বছরে বরাদ্দ থাকে ২ কোটি ২৫ লাখ রুপি। ভারতের রাষ্ট্রপতি ব্যবহারের জন্য পান কালো রঙের একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি। এছাড়াও রাষ্ট্রপতির ব্যবহারের জন্য একটি লিমুজিন গাড়িও থাকে। রাষ্ট্রপতি এবং তার স্ত্রী বা স্বামী বিশ্বের যেকোনো দেশে বিনা খরচে ঘুরতে পারেন।