৩৪নং ওয়ার্ডে প্রতিবন্ধীদের নিয়ে এডভোকেসি সভা

| শুক্রবার , ২৫ জুন, ২০২১ at ৮:২২ পূর্বাহ্ণ

৩৪নং ওয়ার্ডের সকল প্রতিবন্ধী ব্যক্তিকে সরকার প্রদত্ত ভাতায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিসহ সকলের জন্য সমান সুযোগ নিশ্চিতের মাধ্যমে একীভূত ওয়ার্ড গঠনে আমরা এগিয়ে যাচ্ছি। তাদের নগদ অর্থ প্রদানের চাইতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি এবং এ সংক্রান্ত উপকরণ প্রদানের মাধ্যমে তাদের অবস্থানের পরিবর্তন ঘটানো যেতে পারে।
সিডিডি ও সিবিএমের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংগঠন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) পরিচালিত পিএইচআরপি-বিডি প্রকল্পের উদ্যোগে গত বুধবার চসিক ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড কার্যালয়ে প্রকল্পের অবহিতকরণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ওয়ার্ডের বিভিন্ন সুযোগ সুবিধা প্রাপ্তি বিষয়ক এক এডভোকেসি সভায় কাউন্সিলর পুলক খাস্তগীর উপরোক্ত কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ড সচিব সাজু মহাজন, জেএসইউএস প্রোগ্রাম ম্যানেজার (এসডিপি) আরিফুর রহমান, এপেঙ বডির সভাপতি মোস্তাকিমুর রহমান, নির্বাহী সদস্য মো. ইয়াছিন, প্রকল্পের সিডিআরপি কল্লোল কান্তি দাশ, সিএম রুবেল এবং বিভিন্ন স্ব-সহায়ক সংগঠনের সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধহারিয়ে যাওয়া বাবাকে যেভাবে ফিরে পেলেন ছেলে